রেফারিং বিতর্কে ইস্টবেঙ্গলকে পাল্টা জবাব বাগান কোচ মোলিনার

0
2

কলকাতার ডার্বি সরেছিল গুয়াহাটিতে, যদিও তাতে ইস্টবেঙ্গলের (EBFC)ভাগ্য বদল হয়নি। ফলাফলেও সেই চেনা ট্র্যাডিশন। আইএসএলের (ISL) ডার্বিতে আরও একবার মোহনবাগানের (MBSG) কাছে হারতে হয়েছে লাল হলুদকে। এরপরই শুরু হয়েছে রেফারিং বিতর্ক। খেলা শেষ হতে না হতেই ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) কোনও রাখঢাক না করেই বলেন, ‘আপুইয়ার হাত দিয়ে বল আটকানোটা নিশ্চিত পেনাল্টি। মোহনবাগান সুবিধে পেয়েই যাচ্ছে।’পাশাপাশি সৌভিকের দুটো হলুদ কার্ড নিয়েও রেফারির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। মোহনবাগান সচিবের পর এবার পাল্টা জবাব দিলেন জয়ী টিমের কোচ মোলিনা (Jose Francisco Molina)। ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, ম্যাচ হেরে অজুহাতে আশ্রয় খুজতে চাইছে অস্কারের দল।

কোচ বনাম কোচের জবাব পাল্টা জবাব এপিসোডটা শুরু হয়েছিল ডার্বি শেষের সাংবাদিক সম্মেলন থেকে। ব্রুজোর সাংবাদিক সম্মেলন শেষ হওয়া মাত্রই সাংবাদিক সম্মেলনে ঢুকে পড়েন মোহনবাগান কোচ মোলিনা। তিনি জবাব দেওয়ার জন্য মোটামুটি তৈরি ছিলেন ।রেফারির সিদ্ধান্তে পক্ষপাতিত্ব খুঁজে পাওয়ার প্রসঙ্গে স্পষ্ট জানালেন, “হেরে গেলে সবাই এরকম অজুহাত দেয়। নতুন কিছু না।’’। শনিবারের ম্যাচে অজস্র সুযোগ নষ্ট করেও ১-০ গোলে জিতেছে সবুজ-মেরুনরা। রেফারির দেওয়া ‘বিশেষ সুযোগ ‘ পেয়েই কি এই জয়? ইস্টবেঙ্গল কোচের অভিযোগ শুনে প্রথমে খানিকটা হেসেছিলেন জোসে। তারপর বলেন, “আপুইয়ার যে পেনাল্টির কথা বলা হচ্ছে, ওই সময় কাছাকাছি জায়গায় আমি ছিলাম। অথচ আমি কিছুই দেখতে পাইনি। উনি (অস্কার) আমার থেকে অনেকটা দূরে ছিলেন। কাছে থেকে আমি দেখতে পেলাম না। দূরে থেকে কীভাবে উনি দেখে ফেললেন?”। অর্থাৎ ইস্টবেঙ্গলের ইটের জবাব পাটকেল দিয়ে দিল মোহনবাগান, ট্রেন্ড চলল মাঠের বাইরেও।