খড়গপুরে আইআইটির হস্টেল থেকে উদ্ধার কলকাতার পড়ুয়ার দেহ,পরিবারকে ফোন মুখ্যমন্ত্রীর

0
3

রবিবার খড়গপুরে আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে তৃতীয় বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম শাওন মল্লিক (Shaon Mallik)। তিনি কলকাতার কসবা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খড়গপুর আইআইটিতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশনা করছিলেন তিনি। ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত ছাত্রের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শাওনের সঙ্গে হস্টেলে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা-মা। ছেলের ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করেন কিন্তু সাড়া না মেলায় সন্দেহ হয়। এরপরই ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। খড়গপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি আইআইটির হস্টেল এবং ক্যাম্পাসে কুকুর নিয়ে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। শাওনের মৃত্যু ঘটনায় শোকপ্রকাশ করেছেন আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার (Dhritiman Sarkar)জানিয়েছেন মৃত্যুর কারণ ঠিক কী তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।