নয়া সচিব পেল BCCI, বিরাট- রোহিতের ভবিষ্যৎ ঘিরে বাড়ছে জল্পনা

0
2

জয় শাহ পরবর্তী বিসিসিআই সচিব কে হবে সেই জল্পনার অবসান। দীর্ঘদিন ধরেই একাধিক নাম উঠে আসছিল সচিব পদের দৌড়ে। সহ-সভাপতি রাজীব শুক্লা থেকে আইপিএলের প্রধান অরুণ ধুমল- অনেকেরই নাম ঘোরাফেরা করছিল। এমনকি রোহন জেটলি এই পদে আসতে পারেন, এরকম জল্পনাও ছড়িয়েছিল। আইসিসি চেয়ারম্যান জয় শাহর ছেড়ে যাওয়া পদে বসলেন দেবজিৎ সাইকিয়া। গত ৪ জানুয়ারি সচিব পদে মনোনয়ন দেওয়ার শেষ দিন ছিল। সেদিন দেবজিৎ সাইকিয়া ছাড়া আর কেউ মনোনয়ন তোলেননি। ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেবজিৎ।

অন্যদিকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে এবার কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে বোর্ড। বোর্ডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অফফর্মের কারণে দুই তারকা ক্রিকেটার রান না পেলে হয়তো ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাবেন না, এমনটাও শোনা যাচ্ছে। সূত্রের খবর, রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন দুই তারকাকে চলতি মাসে রনজি খেলতে নির্দেশ দেওয়া হয়। যদিও জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার নির্দেশ সাম্প্রতিক অতীতে নতুন নয়। কে এল রাহুল, শুভমন গিল, ধ্রুব জুড়েলের পর এবার রোহিত শর্মা এবং বিরাটের ক্ষেত্রেও সেই পথেই BCCI।