স্বামীজির জন্মবার্ষিকীতে তাঁর দেশ গঠনের অঙ্গীকার স্মরণ অভিষেকের

0
2

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী গোটা দেশের যুব সম্প্রদায়ের কাছে এক শপথ গ্রহণের দিন। রবিবার স্বামীজির ১৬৩তম জন্মবার্ষিকীতে (Swami Vivekananda birth anniversary) তাঁর দেশগঠনের বার্তাকেই স্মরণ করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। দুপুরে তিনি শ্রদ্ধা জানাবেন স্বামীজির শিমলা স্ট্রিটের বাড়িতে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিষেক লেখেন, স্বামীজি এক সময় বলেছিলেন, ওঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। আজ আমার সম্মান জানাই স্বামী বিবেকানন্দের প্রতি যাঁর সাহসিকতা, সহানুভূতি, একতা ও সৌভ্রাতৃত্বের পাঠ যুগের পর যুগ ধরে প্রতিধ্বনিত হয়েছে।

স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকীতে (Swami Vivekananda birth anniversary) সম্প্রীতি ও শক্তির ভিত্তিতে এক রাষ্ট্র গঠনের স্বামীজির অঙ্গীকারকে তুলে ধরতে চাই। আশা রাখি, তাঁর দেখানো পথ যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে প্রতিকূলতাকে জয় করতে এবং মহত্বের পথে এগিয়ে চলতে।