ভেঙে পড়ল কনৌজে নির্মীয়মাণ রেল স্টেশনের একাংশ, এখনও চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিক

0
1

উত্তরপ্রদেশে (Utterpradesh) কনৌজে ভেঙে পড়ল নির্মীয়মাণ রেল স্টেশনের (Rail Station) অংশে। শনিবার দুপুরে কাজ চলার সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময়ে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। ২৩ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন। কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ, GRP, স্থানীয় পুলিশের যৌথ উদ্যোগে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৩ জনকে পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। বেশ কয়েকজন এখনও চাপা পড়ে রয়েছেন। বেশি সময় পার হয়ে গেলে জীবিত উদ্ধার করা সম্ভাবনা ক্ষীণ।

জেলাশাসক শুভ্রান্ত কুমার শুক্লা জানান, স্টেশন (Rail Station) চত্বরে কাজের সময় আচমকা ছাদ ভেঙে পড়ে। শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করত সব চেষ্টা চলছে। দ্রুত উদ্ধারে এসডিআরএফ-কে ডাকা হয়েছে। সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ক্ষেত্রে ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং যাদের চোট গুরুতর নয়, তাঁরা ৫ হাজার টাকা পাবেন।