জেল-জরিমানা নয়! ট্রাম্পের নিঃশর্ত মুক্তি, অপরাধ ছোট নয় মনে করালেন বিচারপতি

0
2

সর্বোচ্চ প্রশাসকের শাস্তি হতে বিস্তর আইনি বাধা। ফলে পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে (hush money) নিঃশর্ত মুক্তি আমেরিকার প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। প্রত্যাশা মতোই অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও তাঁকে নিঃশর্ত মুক্তি দিলেও অপরাধকে গৌরবান্বিত না করতেই সতর্ক করলেন বিচারপতি। তবে আমেরিকার ইতিহাসে ২০ জানুয়ারি ট্রাম্পই প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন যাঁর নামে অপরাধের দাগ থাকল।

আমেরিকার রাষ্ট্রপতির জন্য় বিস্তর রক্ষাকবচ (legal protection) রয়েছে। ফলে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরে পর্ন তারকাকে ঘুষ কাণ্ডে (hush money) অপরাধী প্রমাণিত হলেও শপথ গ্রহণে যে কোনও বাধা থাকবে না তা আগে থেকেই অনেকাংশে নির্ধারিত ছিল। রায়দান প্রক্রিয়ায় বিচারপতি জুয়ান মেরচান (Juan Merchan) জানান, আদালত এই রকম বিশেষ ও উল্লেখযোগ্য পরিস্থিতির সম্মুখিন হয়নি। দেশের শীর্ষ প্রশাসনিক পদাধিকারীর প্রতি একমাত্র আইনি রায় হবে তাঁর নিঃশর্ত মুক্তি।

সেই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, এই অপরাধের গুরুত্ব কোনওভাবে কমিয়ে দেখা বা তার পক্ষ নেওয়াকে সমর্থন করা যাবে না। প্রশাসনিক শীর্ষ পদাধিকারীর সব রক্ষাকবচ দেওয়ার ফলে তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তা সত্ত্বে জুরির (Jury) তাঁকে অভিযুক্ত করার রায়কে উড়িয়ে দেওয়ার কোনও রক্ষাকবচ (legal protection) তাঁর নেই। অর্থাৎ জুরির বিচারে ট্রাম্প যে অপরাধী প্রমাণিত হয়েছেন তা স্পষ্ট করে দেন বিচারপতি।