ইন্ডিয়ান সুপার লিগের ডার্বিতে ফের হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। গুয়াহাটিতে অনুষ্ঠিত এই ডার্বিতে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয়ী হয়েছে মোহনবাগান। এই জয় দলের পয়েন্ট টেবিলকে আরও শক্তিশালী করেছে, যেখানে তাদের দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর থেকে পয়েন্টের ব্যবধান ৮ হয়ে গিয়েছে। ডার্বির এই জয়কে কেন্দ্র করে ইস্টবেঙ্গল সমর্থকদের দিকে আক্রমণ শানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
ইস্টবেঙ্গল সমর্থকদের প্রতি তিনি বলেন, আমি জানি ইস্টবেঙ্গলের সমর্থকরা আমাদের বিরুদ্ধে হারের পর রেফারির উপর দোষ চাপিয়ে নিজেদের ভুলকে মেনে নিতে পারছেন না। প্রথমার্ধে পেনাল্টি না দেওয়ার অভিযোগ একেবারেই অযৌক্তিক। তার মতে, ম্যাচের ফলাফল নিয়ে সমর্থকদের এই অভিযোগ শুধুমাত্র তাদের ক্ষোভের প্রতিফলন, কারণ প্রতিবার মোহনবাগানের বিরুদ্ধে হার তাদের জন্য সহজভাবে মেনে নেওয়া সম্ভব হয় না।
মোহনবাগান সচিব আরও বলেন, আমরা জিততে মাঠে নামি এবং সবসময় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় আমাদের আনন্দ দেয়। গত ১০টি ডার্বির মধ্যে আমরা ৯টি জিতেছি এবং একটিতে ড্র হয়েছে। আমরা যদি এভাবেই খেলতে থাকি, তাহলে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়া সময়ের অপেক্ষা।মোহনবাগান সচিব ইস্টবেঙ্গল সমর্থকদের বার্তা দেন, আপনারা বারবার রেফারি বা অন্য কারও উপর দোষ চাপাচ্ছেন। নিজেদের ভুল মেনে নিতে হবে। মাঠে আমাদের সেরা পারফরম্যান্স ছিল এবং সেজন্যই আমরা এই ম্যাচে জয়ী।
–
–
–
–
–
–
–
–