গঙ্গাসাগর মেলার কারণে কলকাতার ডার্বি সরেছে গুয়াহাটিতে। স্বাভাবিকভাবেই এবারের মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (Mohun Bagan vs East Bengal) মেগাম্যাচের উন্মাদনা কিছুটা কম। যদিও দুপক্ষের সমর্থকরা নিজেদের দল নিয়ে আশাবাদী। সোশ্যাল মিডিয়ায় ‘ভারতসেরা’দের সমর্থনে গলা ফাটাচ্ছেন ফ্যানেরা। পিছিয়ে নেই লাল-হলুদ শিবিরও। খেলা শুরুর আগেই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে এই ম্যাচ তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। অনিরুদ্ধ বা আনোয়ারের না থাকাটা ফ্যাক্টর নাকি ফ্যানেদের প্রত্যাশার চাপ না থাকা- লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগানের (MBSG) সঙ্গে সমানে সমানে টক্কর দিতে তৈরি আইএসএলের আন্ডারডড ইস্টবেঙ্গল (EBFC)।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) ডার্বি ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেছেন সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। অন্যদিকে জোসে মোলিনার (Jose Francisco Molina) টিম ডার্বি হেরে গেলেও লিগ টেবিলের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। অনিরুদ্ধ থাপা বা আশিক কুরুনিয়ান না খেলতে পারলেও গ্রেগ স্টুয়ার্ট, মনবীর সিং, লিস্টন কোলাসোরা সবুজ মেরুনের আক্রমণের ঝাঁঝ বাড়াবেন। প্রতিপক্ষের কোচ অস্কারের কাছে আবার এই ডার্বি বড় পরীক্ষার। সমর্থকদের আশা, এই ম্যাচে প্রতি আক্রমণে ইস্টবেঙ্গল (EBFC) বিপদে ফেলবে মোহনবাগানকে। সকাল থেকেই চড়ছে পারদ, কিন্তু শেষ হাসি কার তার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
–
–
–
–
–
–
–
–