তৃণমূল কাউন্সিলরকে খুন করে বাংলার পুলিশের হাত থেকে রেহাই পাওয়া যে বেশিদিন সম্ভব হবে না, তা আন্দাজ করেই বারবার ডেরা বদল দুই মূল অভিযুক্তের। তবে রাজ্যের পুলিশও কৃষ্ণ রজক ও বাবলু যাদবকে ধরতে নতুন পথে। শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ (cyber expert) দল।
তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (councillor) বাবলা সরকার খুনকান্ডে শনিবারই মালদহে তদন্তে সিআইডির (CID) সাইবার বিশেষজ্ঞ দল। আর এই দলের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। তিনি বাবলা সরকার খুনকান্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ হয়েছে তা ম্যাজিস্ট্রেটের (magistrate) সামনে পরীক্ষা করেন। ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে সেই সমস্ত তথ্য পেশ করেন। ধৃতদের মোবাইলের সমস্ত কথোপকথন (mobile chat) খতিয়ে দেখেন। কারণ এই মামলায় মোবাইলের চ্যাট অন্যতম প্রমাণ। এমনকি তাদের ধরতেও পথ দিতে পারে এই মোবাইলের (mobile) তথ্যই।
ইতিমধ্যেই পলাতক দুই অভিযুক্তের লোকেশন (location) ধরে খোঁজার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন অতি দ্রুত পাল্টাচ্ছে বলে জানা গিয়েছে। কখনো নেপাল (Nepal) কখনো উত্তরপ্রদেশ (Uttarpradesh) কখনো বিহার (Bihar)। পুলিশকে বিভ্রান্ত করতে বারবার জায়গা বদল করছে বলে অনুমান পুলিশের। ২ জানুয়ারি মালদহ শহরের মহানন্দাপল্লী এলাকায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তদন্ত নেমে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। কৃষ্ণ রজক ও বাবলু যাদব এখনও পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টায় ইতিমধ্যেই আর্থিক পুরস্কার ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ।
–
–
–
–
–
–
–