দেশে প্রথমবার আয়োজিত খো খো বিশ্বকাপের সঙ্গে জুড়ে গেল হুগলির নাম!

0
1

ভারতে প্রথমবার আয়োজিত হচ্ছে খো খো বিশ্বকাপ (Kho Kho WC 2025)। আর তার সঙ্গে জুড়ে গেল হুগলির নাম। যোগসূত্র তৈরি করলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তপন দাস (Tapan Das)। এবারের বিশ্বকাপের ম্যাচে (Kho Kho World Cup) রেফারি হিসেবে দেখা যাবে বাংলা খো খো দলের বর্তমান কোচকে।

হুগলি রিষড়ার (Rishra , Hooghly) বাসিন্দা তপনবাবু দীর্ঘদিন ধরেই কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন। ভারতীয় দলের কোচিং টিমের সদস্যও ছিলেন। আগামী সোমবার অর্থাৎ ১৩ই জানুয়ারি দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত হবে হবে ২৪ দেশের এই বিশ্বকাপ প্রতিযোগিতা। তাতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের সঙ্গে থাকবে ব্রাজিল-আর্জেন্টিনা ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দেশও। বিশ্বকাপের মতো এত বড় এক প্রতিযোগিতায় রেফারি হিসেবে যোগ দিতে পেরে উচ্ছসিত তপনবাবু। মফস্বলের ছেলের সাফল্যে উচ্ছসিত রিষড়াও। ১৯৯৬ -৯৬ সালে এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তপনবাবু। বামফ্রন্ট সরকারের আমলে বাংলার ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর কাছে চাকরি চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। কিন্তু তারপরেও মাঠ ছাড়েননি। সেই নাছোড়বান্দা মানসিকতা , জেদ আর খেলার প্রতি ভালবাসাই আজ তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের মঞ্চে।খেলোয়াড় না হোক, রেফারি হিসেবে বিশ্বকাপের মঞ্চে থাকার সুযোগকে সাফল‍্য হিসেবেই দেখছেন তপনবাবু।