সাফল্যের হ্যাটট্রিক করল হাওড়া সিটি পুলিশ। দিন সাতেক আগে লিলুয়া থানা এলাকার একটি খাটাল থেকে ৮টি গরু চুরি হয়। এই ঘটনায় নিউ দিঘা থেকে ৮ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা সকলেই দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি ও ডায়মন্ডহারবারের বাসিন্দা। তাদের নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া গরুগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জানা যায়, গরুগুলিকে চুরি করে তারা বিক্রি করে দিয়েছিল। এরপর ফের নিউ দিঘায় গরু চুরি করতে জড়ো হয়েছিল ওই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে সেখান হানা দিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাদের সঙ্গে থাকা একটি ম্যাটাডোরও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এছাড়াও লিলুয়ার চামরাইল এলাকার একটি গোডাউন থেকে চুরি যাওয়া গাড়ির একাধিক ব্যাটারি ও ৩টি অ্যালুমিনিয়াম কেবল উদ্ধার করে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ১৭টি ব্যাটারির মধ্যে ১০টি উদ্ধার হয়েছে। বাকিগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অন্যদিকে মঙ্গলাহাটে মুটিয়া সেজে ক্রেতাদের জিনিসপত্র লুট করার একটি চক্রের ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি এলাকায় তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে প্রচুর চোরাই পোশাক ও জামাকাপড় উদ্ধার করেছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। এগুলি চুরি করে বিভিন্ন জায়গায় পাচার করার ছক ছিল। পুলিশি তৎপরতায় সেই ছক বানচাল হয়ে যায়।
আরও পড়ুন- বিপর্যয় বিজেপির! এবার নন্দীগ্রামের টাকাপুরা সমবায় এল তৃণমূলের হাতে
_
_
_
_
_
_
_
_