কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বৈষম্য মূলক আচরন, এবং রাজ্যের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করার প্রতিবাদে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একের পর এক আন্দোলন হয়েছে। এবার তার জেরেই রাজ্যের কাছে নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্র। এই দফায় জিএসটি (GST) ক্ষতিপূরণ খাতে রাজ্যকে ১৩ হাজার ১৭ কোটি টাকা মঞ্জুর কেন্দ্রীয় সরকারের (Government of India)।
জিএসটি বাবদ প্রাপ্য বহু টাকা পাওনা রয়েছে রাজ্যের। এই নিয়ে বারবারই মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য থেকে বারবার কেন্দ্র টাকা নিয়ে যায় অথচ জিএসটির টাকা না দেওয়ায় রাজ্যের সামগ্রিক উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নতি ও জনকল্যাণ মূলক কাজের জন্য বিপুল টাকা প্রয়োজন। এবার রাজ্যের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে করের একাংশ ছাড়তে বাধ্য হল কেন্দ্র। । কর আদায় বাবদ রাজ্যকে দেওয়া এই অর্থ এবার বাংলার উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবেন মমতা। যদিও আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা এখনও পাওনা রয়েছে। সেই টাকা কবে পাওয়া যাবে সেই নিয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি।
–
–
–
–
–
–
–
–





























































































































