RBI লোগো, ভাড়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট! জালিয়াতি চক্র গ্রেফতার বারাসতে

0
1

সাইবার অপরাধের নতুন চক্র ফাঁস বারাসতে (Barasat)। সাধারণ মানুষের থেকে টাকা হাতাতে রীতিমত ভুয়ো রিজার্ভ ব্যাঙ্কের (RBI) লোগো ব্যবহার করছিল জালিয়াতরা। সেই সঙ্গে বারাসত পুলিশের তদন্তে উঠে এলো টাকা সরাতে ব্যবহার করা ভাড়ার অ্যাকাউন্টের মতো চাঞ্চল্যকর তথ্য।

সম্প্রতি জাল পাসপোর্ট (fake passport) চক্রের ক্ষেত্রে দেখা গিয়েছে জাল পাসপোর্ট বিশ্বাসযোগ্য করতে ব্যবহার হয়েছে ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (rented bank account)। এবার সাইবার অপরাধেও (cyber fraud) একইভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করার তথ্য উঠে এলো। কিছুদিনের জন্য টাকা গচ্ছিত রাখা হত এই সব অ্যাকাউন্টে। বদলে দেওয়া হত সুদের টাকা ভাড়া হিসাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ব্যাঙ্কগুলির নজরদারির (surveillance) উপরও।

বারাসত পুলিশ জেলার (Barasat police district) অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গি জানান, স্টার মলের উল্টোদিকে এক সাইবার ক্যাফে (cyber cafe) থেকে চালানো হত লোন দেওয়ার নামে জালিয়াতি চক্র। বিষয়টি বিশ্বাসযোগ্য করার জন্য ব্যবহার করা হত ভুয়ো আরবিআই লোগো (RBI logo)। এই চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩৬টি মোবাইল, ২ টি ল্যাপটপ ও প্রচুর ভুয়ো নথি বাজেয়াপ্ত করা হয়েছে।