বেড়েছে উত্তরবঙ্গের লোকালয়ে হাতির গতিবিধি, নতুন একাধিক পদক্ষেপ রাজ্যের

0
1

উত্তরবঙ্গে মানুষ পশুর দ্বন্দ্ব (human animal conflict) নতুন চেহারা নিয়েছে। একদিকে যখন চিতাবাঘের ঘোরাফেরা লোকালয়ে বেড়েছে, তখনই অন্যদিকে বেড়েছে লোকালয়ে হাতির প্রবেশ। এবার বন্যপ্রাণের হাত থেকে জনজীবনকে বাঁচাতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের (state government)। শুক্রবার মুখ্যসচিব (Chief Secretary) বৈঠকে দিলেন নতুন একাধিক নির্দেশিকা।

আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ঘটনা পরিপ্রেক্ষিতে হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে আরও বেশি এলাকায় ইলেকট্রিক ফেন্সিং (electric fencing) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে মুখ্য সচিব (Chief Secretary) মনোজ পন্থ বনদপ্তরের সচিব (Forest Secretary) মনোজ আগরওয়াল ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

সেই সঙ্গে বন্যপ্রাণ রক্ষাতেও তৎপর রাজ্য সরকার। মুখ্য সচিবের নির্দেশ যে সব এলাকায় নতুন করে হাতি ঘোরাফেরা করতে শুরু করেছে বা লোকালয়ে ঢুকে পড়ছে সেই সব এলাকাগুলোকে এলিফ্যান্ট করিডোর (elephant corridor) করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কয়েকটি হাতির গলায় কলার (radio collar) পরানো চেষ্টা করতে হবে যাতে তাদের গতিবিধি সহজে বোঝা যায়। প্রসঙ্গত গত সোমবার গঙ্গাসাগরে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।