সদস্য সংগ্রহে ব্যর্থ বিজেপি, শুভেন্দু ফিরল রামপুজোয়!

0
2

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনাগুলির প্রাথমিক পর্বে ভারত-বাংলাদেশ সীমান্তে (Indo-Bangladesh border) গিয়ে বারবার উত্তেজনা তৈরির চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। কিন্তু সেই প্রচেষ্টায় সাধারণ মানুষের সাড়া মেলেনি। তার প্রমাণ সদস্য সংগ্রহ অভিযানেই মিলেছে। এবার রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক রাখতে আবার পুরনো রামপুজোর পথেই ফিরে গেলেন বিরোধী দলনেতা।

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে (Raniganj) নতুন করে ক্ষমতা বাড়ানোর খেলায় নামল বিজেপি। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে একের পর এক পঞ্চায়েত সমিতি নির্বাচনে পরাজয় বিজেপির। নিজের জেলাতে মান সম্মান খুইয়ে এবার অন্য জেলায় ঠাঁই নেওয়ার চেষ্টায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুক্রবার রানিগঞ্জের নতুন এগরা এলাকায় রাম পুজোর আয়োজন করেন শুভেন্দু। সেখানেও সেই বাংলাদেশ ইস্যু টেনে ধর্মীয় মেরুকরণের চেষ্টায় বিরোধী দলনেতা।

সদস্য সংগ্রহ (membership drive) অভিযানে ব্যর্থ বিজেপির রাম পুজোয় ভরসা খোঁজায় কটাক্ষ রাজ্যের শাসকদলের। তৃণমূল নেতাদের কটাক্ষ, বিজেপির রাজনৈতিক পরিযায়ীরা বড়বড় কথা বলে যায়। এতকিছু করেও সদস্যের এই সংখ্যা। বাংলার বিজেপি নেতাদের কথা বা কাজকর্ম দিল্লির নেতারা গুরুত্ব দিয়ে দেখে না।