রক্ষণাবেক্ষণের কাজ: দক্ষিণ কলকাতার কিছু অংশে বন্ধ থাকবে জল পরিষেবা

0
2

পরিশ্রুত পানীয় জল দিতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। সেই উদ্দেশে নিয়মিত টালার ট্যাঙ্ক (Tala tank) এবং গুরুত্বপূর্ণ জল সরবরাহ কেন্দ্রগুলি রক্ষণাবেক্ষণের কাজ করা হয় পুরসভার পক্ষ থেকে। এবার সেরকমই রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ কলকাতার একটি বড় অংশের জল পরিষেবা বন্ধ থাকবে ১৮ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি সকাল পর্যন্ত।

গার্ডেনরিচ (Garden Reach) জল পরিষেবা কেন্দ্রের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৮ জানুয়ারী শনিবার সকালে পানীয় জল পাওয়া যাবে। এরপর সারাদিন জল পরিষেবা (water supply) বন্ধ থাকবে। ১৯ তারিখ সকাল ৬টা পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

এর ফলে এই একটি দিন পরিষেবা ব্যাহত হবে কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, মেটিয়াবুরুজ এলাকাজুড়ে। সম্প্রতি টালার ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের কাজের জন্য একদিন জল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল কলকাতা পৌরসভার পক্ষ থেকে।