হিন্দি ভাষার গুরুত্ব কতটা, এ বার সেই বিতর্ক উস্কে দিলেন রবিচন্দ্রন অশ্বিন

0
1

ভারতে হিন্দি ভাষার গুরুত্ব কতটা এ বার সেই বিতর্ক উস্কে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তিনি বলেন, হিন্দি ভারতের শুধু সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়। বোলার অশ্বিনের ক্যারম বল বিখ্যাত। মোদি সরকার যখন এক দেশ, এক ভাষা হিসাবে হিন্দিকে তুলে ধরার চেষ্টা করছে, তখন অশ্বিনের মন্তব্য সেই ক্যারম বলের মতোই।চেন্নাইয়ে একটি কলেজের অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন।তার এই মন্তব্য নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর ক্রিকেটার অশ্বিন। হিন্দি ভাষা নিয়ে দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের লড়াই দীর্ঘদিনের।দক্ষিণের রাজনৈতিক দলগুলির অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার জোর করে দক্ষিণ ভারতে হিন্দি ভাষা চাপিয়ে দিতে চাইছে। অশ্বিনও হয়তো সেটাই বোঝাতে এমন মন্তব্য করেছেন।

শুধুমাত্র তাই নয়, কলেজের অনুষ্ঠানে মঞ্চে উঠে অশ্বিন প্রথমে জানতে চান, উপস্থিত শ্রোতাদের মধ্যে কত জন ইংরেজি, তামিল এবং হিন্দি জানেন। তিনি জিজ্ঞেস করেন, এখানে ইংরেজি কত জন বোঝে? কলেজের অধিকাংশ ছাত্রছাত্রী চিৎকার করে জানান যে তারা ইংরেজি বোঝেন। এর পর তিনি তামিল নিয়ে প্রশ্ন করেন। সেখানেও ভালই সাড়া পান। সব শেষে অশ্বিন বলেন, হিন্দি কত জন বোঝে? এ বারে কলেজের ছাত্রছাত্রীদের চিৎকারের আওয়াজটা অনেকটাই কম হয়। তার পরেই অশ্বিন বলেন, হিন্দি আমাদের সরকারি ভাষা, রাষ্ট্রভাষা নয়।