তিনিই কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী: জানালেন ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য

0
3

প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগের বার্তা দিয়েই দিয়েছেন জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। এই পরিস্থিতিতে ২৫ শে মার্চ কানাডার (Canada) পার্লামেন্টের অধিবেশন শুরু হলে স্বাভাবিকভাবেই উঠবে কে হবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন। বিভিন্ন নাম নিয়ে যখন লিবারেল পার্টির (Liberal Party) নেতাদের মধ্যে নির্বাচন শুরু হয়েছে, তখনই আচমকা সাংসদ চন্দ্র আর্য (MP Chandra Arya) নিজেকে কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দাবি করলেন।

পার্লামেন্টের অধিবেশন শুরুর মধ্যে লিবারেল পার্টি (Liberal Party) নিজেদের দলনেতা নির্বাচন করে নিলে তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। অক্টোবরের নির্বাচন পর্যন্ত তিনি থাকবেন দেশের শীর্ষ পদে। এই পরিস্থিতিতে চন্দ্র আর্যকে লিবেরাল পার্টি দলনেতা হিসেবে ঘোষনা না করলেও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় (social media) জানিয়ে দিয়েছেন তিনি হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সেইসঙ্গে লিবেরাল পার্টির পরবর্তী দলনেতা (leader of Liberal Party) হিসাবে নির্বাচিত হওয়ারও আশা প্রকাশ করেছেন।

ভারতের কর্নাটকে (Karnataka) জন্মগ্রহণ করা চন্দ্র আর্য (Chandra Arya) বর্তমানে ওটাওয়া (Ottawa) প্রদেশের সাংসদ। ফলে তাঁর প্রধানমন্ত্রিত্বে আসার বার্তা ভারতের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে ওটাওয়াতে ভারতীয় ভোটারের সংখ্যা একটা বড় অংশের রয়েছে। অন্যদিকে এই চন্দ্র আর্জই একসময় কানাডার পার্লামেন্টের বাইরে গেরুয়া পতাকা (saffron flag) তুলেছিলেন। সেক্ষেত্রে ট্রুডো জমানার অবসানে ভারতের সঙ্গে সম্পর্কের মেরামতি চাইছে কানাডা (Canada), এমনটা ধারণা রাজনীতিকদের।