লক্ষ্য কড়া পুলিশ-প্রশাসন: ২ জেলার পুলিশ সুপার বদল

0
1

লক্ষ্য কড়া পুলিশ-প্রশাসন। সুষ্ঠু আইনশৃঙ্খলা। সেই লক্ষ্যে বদল করা হল দুই জেলার পুলিশ সুপারকে। বীরভূমের (Birbhum) বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে (Rajnarayan Mukharjee) সরিয়ে সে জায়গায় নিয়ে আসা হয়েছে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপকে। পূর্ব বর্ধমান (East Bardhawan) জেলার SP পদে পাঠানো হয়েছে SS CID পদে থাকা সায়ক দাসকে। রাজনারায়ণ মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের (Police) ট্রাফিকের সুপার পদে বদলি করা হয়েছে। শুক্রবার সন্ধেয় রাজ্য পুলিশের DIG পার্সোনাল এই দুই জেলার এসপি পদের রদবদলের নির্দেশে স্বাক্ষর করেন।

রাজনৈতিক মহলের মতে, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় পুলিশ (Police) প্রশাসনকে আরও কড়া হাতে পরিচালনা করতে এই রদবদল। বীরভূম জেলার বর্তমান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে যেভাবে ট্রাফিকের পুলিশ সুপার পদে বদল করা হয়েছে তাতে তার কাজে পুলিশের উচ্চ মহল যে বিশেষ খুশি নয় সেই বার্তা দেওয়া হয়েছে।