সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। ১০ বছর পর ট্রফি হাতছাড়া হয় ভারতের। রোহিত শর্মার এই সিরিজে দলের স্ট্রাটেজি পছন্দ হয়নি একাংশের। প্রশ্ন ওঠে রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে । এরপর জল্পনা ছড়ায় রোহিতের পর কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে রোহিতের পর নেতা হওয়ার দৌড়ে এগিয়ে যশপ্রীত বুমরাহ। উল্লেখ্য, বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম এবং দ্বিতীয় টেস্টে নেতৃত্ব দিয়েছেন বুমরাহ।
এই নিয়ে গাভাস্কর বলেন, “ বুমরাহকেই পরবর্তী অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। ও সামনে থেকে নেতৃত্ব দেয়। নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে। তারজন্য ও আপনাকে চাপে ফেলবে না। কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালবাসে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ বুমরাহ আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকই করবে। কেন ওরা জাতীয় দলে সুযোগ পেয়েছে সেটা বুঝিয়ে দিতে চায় বুমরাহ। জোরে বোলারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব রয়েছে। মিড-অফ, মিড-অন, যেখানেই ফিল্ড করুক, বুমরাহ সব সময় পরামর্শ দিয়ে যায়। দ্রুতই ওকে অধিনায়ক হিসাবে দেখলে অবাক হব না।“
খারাপ ফর্মের জন্য বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা। তাতে অনেকের মনেই ধারণা তৈরি হয়েছিল, রোহিত হয়তো লাল বলের ক্রিকেটকে এবার চিরতরে বিদায় জানাবেন। কিন্তু ভারত অধিনায়ক পরে নিজেই জানিয়ে দেন এখনই তিনি অবসর নিচ্ছেন না। খেলা চালিয়ে যাবেন রোহিত।
আরও পড়ুন- নীরবতা ভাঙলেন ধনশ্রী, সোষ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা
–
–
–
–
–
–
–
–