কারচুপি রুখতে নয়া ব্যবস্থা! উচ্চ মাধ্যমিকের মার্কশিটে এবার থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট কোড

0
3

কোনও রকম ফাঁক ফোকর রাখতে নারাজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই এই বছর থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে থাকছে আরও অত্যাধুনিক ব্যবস্থা। মার্কশিটে এ বার থাকবে ইউভি সিকিউরিটি থ্রেট কোড। এর মাধ্যমে কেউ মার্কশিট নিয়ে জালিয়াতি করলে সহজেই ধরা পড়বে। এছাড়াও থাকছে কিউ আর কোড। যা চালু হয়েছে আগের বছর থেকেই।

এত দিন পর্যন্ত জাল নোট ধরার জন্য এই পদ্ধতি ব্যবহার হত। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানাচ্ছেন, পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই ব্যবস্থা করতে চলেছে সংবাদ কর্তৃপক্ষ গতবছর, সেন্ট জেভিয়ার্স কলেজের এক ছাত্র বিভিন্ন বিষয়ের নম্বর জাল করে ভর্তি হতে গিয়েছিল। এই বছর কেটে যাতে সেই ঘটনার কোনরকম পুনরাবৃত্তি না হয় সেজন্যই অগ্রিম এ নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। সংসদ সভাপতি জানিয়েছেন, খালি চোখে এই কোড দেখা যাবে না। তবে অতিবেগুনি রশ্মির নিচে ফেললে এই কোডের মধ্যে দিয়ে ভেসে উঠবে পরীক্ষার্থীর প্রত্যেকটি বিষয়ের নম্বর, মোট নম্বর, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর সবকিছুই। অত্যাধুনিক কোন ব্যবস্থা অবলম্বন করে এই মার্কশিটের ফটোকপি করলেও সেই নকল মার্কশিট সহজেই ভরে ফেলতে পারবে সংসদ। মার্কশিটের ভিতরে লেখা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আদ্যক্ষর। এই অত্যাধুনিক ব্যবস্থা অবলম্বন করার ফলে সংসারের বেশ খানিকটা খরচও বাড়বে। তবে ভালো কাজে পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে এই খরচ করতে কার্পণ্য করবে না সংসদ।

আরও পড়ুন- ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া জোট! দিল্লিতে কংগ্রেস-আপ বিবাদে ক্ষোভপ্রকাশ ওমর আবদুল্লার

_

_

_

_

_

_

_

_

_