কোটায় একদিনে দুই পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য!

0
1

ফের শিরোনামে রাজস্থানের (Rajasthan) কোটা। গত ২৪ ঘন্টায় দুই পড়ুয়ার মৃত্যুতে (Kota Suicide) রীতিমতো শোরগোল পড়ে গেছে।বুধবার রাতে জয়েন্ট এন্ট্রান্স পড়য়ুার দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অভিষেক, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। এর ঠিক একদিন আগে গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকাতেই আরও এক পড়ুয়া আত্মহত্যা করেন। নীরজ নামের ওই ছাত্রও জয়েন্ট নিয়ে পড়াশোনা করছিলেন। স্বাভাবিকভাবেই একদিনের মধ্যে দুই ছাত্র মৃত্যুতে নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।

পুলিশ সূত্রে জানা, গেছে গত বছরের মে মাসে কোটায় জয়েন্টের কোচিংয়ের জন্য আসেন অভিষেক। কোচিং সেন্টারের কাছেই ডাকানিয়া এলাকায় একটি বাড়িতে পেয়িং গেস্ট (PG) হিসাবে থাকছিলেন। অন্যান্য দিনের মতো বুধবার কোচিং ক্লাসে গেছিলেন। কিন্তু হস্টেলে ফেরার পর থেকে তাঁর কোনও সাড়া শব্দ পাওয়া যায়নি। বুধবার রাত পৌনে আটটা নাগাদ অভিষেকের ঝুলন্ত দেহ তাঁর হোস্টেল রুম থেকে উদ্ধার করা হয়। কোনও সুইসাইড নোট না মেলায় পড়ুয়ার মানসিক অবসাদ ছিল কিনা এ বিষয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইছেন তদন্তকারীরা। এর পাশাপাশি নীরজের আত্মহত্যার কারণ কী তাও জানার চেষ্টা চলছে। যত দিন যাচ্ছে কোটায় আত্মহত্যার সংখ্যা বাড়ছে। দুই পড়ুয়ার মৃত্যুতে প্রশাসনিক খামতি আরও স্পষ্ট হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে।