‘বিরাটকে নিষিদ্ধ করা হক’, বিস্ফোরক এই প্রাক্তন ক্রিকেটার

0
2

শেষ হয়ে গিয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। সিরিজ শেষ হয়ে গেলেও, সিরিজে হওয়া বিটর্ক এখনও থামার নাম নেই। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান বিরাট কোহলি। সেই কারণে শাস্তিও পেতেও বিরাটকে। আর এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ইংরেজ তারকা স্টিভ হার্মিসন। কোহলিকে নিষিদ্ধ করার কথা বললেন তিনি।

এই নিয়ে এক পডকাস্টে হার্মিসন বলেন, “ মাঠে কোহলি যা করেছে, সেটা পুরোপুরি আইনবিরুদ্ধ। ও যা করেছে, তারজন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত ছিল। ক্রিকেটার হিসাবে বিরাটকে আমি খুবই পছন্দ করি। কিন্তু মাঠে সমস্তকিছুর একটা সীমা থাকে। সেটা বজায় রাখা উচিত।” তবে কনস্টাসকেও হুঁশিয়ারি দিয়েছেন হার্মিসন। তাঁর মতে, অযথা প্রতিপক্ষকে উত্তেজিত করেন তরুণ তুর্কি।

মেলবোর্নে প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই কনস্টাস বিবাদে জড়ান বিরাট কোহলির সঙ্গে। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। এরপরই অভিযোগ কনস্টাসকে ধাক্কা দেন বিরাট । দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়। শাস্তিও পান বিরাট ।

আরও পড়ুন- বিদেশি সার্জেনের সঙ্গে পরামর্শ বুমরাহর, ফের কি অস্ত্রোপ্রচার তারকা পেসারের