৭ বছরের শিশুর গলায় আটকে কয়েন! অভিষেকের ‘সেবাশ্রয়’-এর তৎপরতায় প্রাণ বাঁচল খুদের

0
1

খেলতে খেলতে অসাবধানে ৭ বছরের এক শিশুর গলায় আটকে গিয়েছিল একটি কয়েন। রীতিমতো শ্বাসপ্রশ্বাস আটকে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবিরের দ্রুত পদক্ষেপে শিশুটির বিপদ এড়ানো সম্ভব হয়।

সময়মতো সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির বাবা হোসেন খান বলেন, “আমার ছেলে খেলতে খেলতে একটি কয়েন গিলে ফেলে। আমরা তাকে বসুলডাঙ্গার সেবাশ্রয় শিবিরে নিয়ে যাই, সেখান থেকে চিকিৎসকরা তাকে ডায়মণ্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে আমরা সম্পূর্ণ সহায়তা ও যত্ন পেয়েছি। আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ধন্যবাদ জানাই।” ঘটনার পরেই সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। দলের এক্স হ্যান্ডলে গোটা ঘটনার বর্ণনা দিয়ে ছেলেটির সুস্থতা কামনা করেছে তারা।

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে গত সাত দিন ধরে চলছে স্বাস্থ্য শিবির ‘সেবাশ্রয়’। বৃহস্পতিবার তা অষ্টম দিনে পা রেখেছে। এখনও পর্যন্ত সেখানে পরিষেবা পেয়েছেন এক লক্ষেরও বেশি মানুষ।

আরও পড়ুন- নেতাজি দেশনায়ক, সফল মমতা: অনড় থেকে নরেনকে খোলা চিঠি কুণালের

_

_

_

_

_

_

_

_