কলকাতার সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনার (RG Kar Medical College and Hospital lady doctor murder case) তদন্তের রিপোর্ট আদালতে জমা দিয়েছে সিবিআই (CBI)। অভিযোগকারী, অভিযুক্ত এবং তদন্তকারীদের তথ্য-প্রমাণ-বয়ান মিলিয়ে দেখার পর বিচার-পর্ব শেষে এবার রায়দনের পালা। বিচারের আশায় বুক বাঁধছে নির্যাতিতার পরিবার। উপযুক্ত ‘প্রমাণে’র অভাবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে (Sanjay Rai) বেকসুর খালাস করার দাবি জানাতে চলেছেন তাঁর আইনজীবী। কিন্তু সিবিআই ফাঁসির দাবি জানাতে প্রস্তুত। আজই কি হতে পারে রায়দান? নজর শিয়ালদহ কোর্টের (Sealdah Court) দিকে।
গত অগাস্ট মাসের ৯ তারিখে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ডিউটিরত অবস্থায় হাসপাতালে খুন হন চিকিৎসক তরুণী। তারপর থেকে গোটা বাংলার বুকে আন্দোলনের ঝড় বয়ে গেছে। অপরাধীর সর্বোচ্চ শাস্তির কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনাযর মূল অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে সেই তদন্তকেই সিলমোহর দিয়েছে সিবিআই। তদন্তভার পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই ঘটনায় আর কাউকেই গ্রেফতার করতে পারিনি কেন্দ্রীয় এজেন্সি। তবে অভিযুক্ত সঞ্জয়ের বিরুদ্ধে একাধিক রিপোর্ট জমা দিয়েছেন তারা। সিভিক ভলেন্টিয়ারের আইনজীবী অবশ্য দাবি করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারীরা কোনও কিছুই প্রমাণ করতে পারেননি। বুধবার শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচারপর্বে হাজির করা হয় অভিযুক্ত সঞ্জয়কে। নির্যাতিতার মা ও বাবাও আদালতে উপস্থিত ছিলেন। সম্প্রতি বিচারপর্বে সিবিআইয়ের বক্তব্য পেশের পর নির্যাতিতার আইনজীবীরাও তাঁদের লিখিত বক্তব্য পেশ করেন। সিবিআই এবং মৃতার পরিবারের তরফ থেকে ফাঁসির দাবি করা হয়েছে। বুধবার সঞ্জয়ের আইনজীবীদের সওয়ালও শেষ হয়েছে। এরপরই রায়দানের সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও আইনজীবীদের একাংশ মনে করছেন বৃহস্পতিবার না হলেও সম্ভবত জানুয়ারি মাসেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।
–
–
–
–
–
–
–
–