যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী, তাদের হাতেই তুলে দেওয়া হোক নেতৃত্ব- ইন্ডিয়া জোটের সাফল্যের জন্য এই নীতি গ্রহণ করাই প্রয়োজন বলে সাফ জানিয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর নীতি না মেনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটকেই বিপাকে ফেলে দিয়েছে কংগ্রেস।
দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং আম আদমি পার্টি- ইন্ডিয়া জোটের এই দুটি দলের বিবাদে পরোক্ষে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যত৷ দিল্লিতে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে এই বিবাদের বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ তাঁর সাফ কথা, এমন চলতে থাকলে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই ভালো৷ দিন কয়েক আগে একই ভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতও৷ এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও কংগ্রেস মুখপাত্র পবন খেরার দাবি, ইন্ডিয়া জোট গঠন করা হয়েছিল লোকসভা ভোটের কথা ভেবে৷ রাজ্যস্তরে কোনও ইন্ডিয়া জোট নেই৷ রাজ্যওয়াড়ি ভোটে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে তেমন ভাবে কোনও আসন সমঝোতাই হয়নি৷
এরই মাঝে আরও একবার কংগ্রেসকে নিশানা করে আম আদমি পার্টির সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, কংগ্রেসের বিজেপি আঁতাত স্পষ্ট হচ্ছে বারবার৷ এর কারণ হিসেবে কেজরিওয়ালের প্রশ্ন, কংগ্রেস যদি বিজেপির সঙ্গে আঁতাত না করে থাকে, তাহলে তারা আম আদমি পার্টির বিরুদ্ধে বিজেপির কুত্সা ও অপপ্রচারের কোনও প্রতিবাদ করছে না কেন ? কংগ্রেস ও বিজেপির আঁতাতের যোগ্য জবাব দেবেন দিল্লির মানুষ, দাবি জানিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ প্রধান বিরোধী দুই দলের গোপন আঁতাতের বিরুদ্ধে সারা দিল্লিতে লাগাতার প্রচার চালাবে আম আদমি পার্টি, বৃহষ্পতিবার নয়াদিল্লিতে দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷
আরও পড়ুন- কুম্ভমেলাকে কোটি কোটি টাকা দিলেও গঙ্গাসাগরকে কিছু দেয়না, মোদিকে আক্রমণ মমতার
_
_
_
_
_
_
_
_