বাবলা-খুনে নাম জড়ানোয় ৬ বছরের জন্য TMC থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ

0
2

মালদহ তৃণমূল (TMC) নেতা খুনে নাম জড়ানোয় দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি (Narendranath Tiwari)। ৬ বছরের জন্য তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করে হয়েছে বলে দলীয় সূত্রের খবর। দুলাল সরকার (Dulal Sarkar) খুনের ঘটনায় বুধবারই মালদহ টাউন তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথকে গ্রেফতার করা হয়।

মালদহে তৃণমূল নেতা বাবলা সরকার খুনে নরেন্দ্রনাথকে (Narendranath Tiwari) ইংরেজবাজার থানায় ডেকে ২১ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত ৫ জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা তৃণমূলের মালদহ (Maldah) টাউন সভাপতিকে। এরপরই ৬ বছরের জন্য তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

এদিন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বহিষ্কারের কথা জানান, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদূর রহিম বক্সি। তিনি জানান, পুলিশ ইতিমধ্যেই বাবলা সরকার খুন কাণ্ডে নরেন্দ্রনাথ তিওয়ারিকেই মাস্টারমাইন্ড বলে দাবি করেছেন। স্বপন শর্মা সমস্ত ঘটনার নেপথ্যে ছিলেন। সে কারণেই এই দুজনকে গ্রেফতার করেছে মালদহ জেলা পুলিশ। শীঘ্রই ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি পদটি পূরণ করা হবে। অভিযোগ, গত এক বছর থেকে দলীয় কাজে নিষ্ক্রিয় ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি।

এদিন সাংবাদিক বৈঠকে আবদূর রহিম বক্সি ছাড়াও ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, আশিস কুন্ডু, কাউন্সিলর গৌতম দাস, কাকলি চৌধুরী।