রানে ফিরতে এবার কাউন্টিতে কোহলি : সূত্র

0
3

সদ্য শেষ হয়েছে বর্ডার-গাভাক্র ট্রফি। সেই সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। এই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। আর এবার সূত্রের খবর, রানে ফিরতে এবার কাউন্টি খেলতে পারেন কোহলি।

টেস্ট ক্রিকেটে একেবারেই ব্যর্থ কোহলি। ২০২১ সালের পর গত ৪ বছরে বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হয়েছেন ২৩ বার। এরপর টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরও ঘোরোয়া ক্রিকেটে খেলার কথা বলেন । তবে ২০১২ সালের পর রঞ্জি ট্রফিতে খেলেননি কোহলি। তবে এবার নাকি তিনি ইংলিশ কাউন্টিতে নামতে দেখা যাবে বিরাটকে। এই নিয়ে এক সংবাদমাধ্যমের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কাউন্টিতে হাত ঝালিয়ে নিতে পারেন কোহলি। শোনা যাচ্ছে জুনে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে কাউন্টি খেলতে পারেন কোহলি। সে দেশে গিয়ে অভ্যস্ত হওয়ার জন্যই এমন ভাবনা তাঁর। যদিও আইপিএলের কারণে কাউন্টিতে ক’টি ম্যাচ কোহলি খেলার সুযোগ পাবেন তা বলা কঠিন। আইপিএল ছেড়ে কাউন্টি খেলতে তিনি যাবেন কিনা তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টে মাত্র রান করেছেন ১৯০ । প্রথম টেস্টে একটি শতরান ছিল। এছাড়াও অজিদের বিরুদ্ধে একইভাবে বার বার আউট হয়েছেন তিনি।

আরও পড়ুন- ‘বিরাটকে নিষিদ্ধ করা হক’, বিস্ফোরক এই প্রাক্তন ক্রিকেটার