পাকিস্তানে একই দিনে ৬ বোনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন ৬ ভাই !

0
1

বিয়ে মানেই আলোচনার কেন্দ্রে থাকেন বর-কনে। সকলের নজর থাকে তাদের উপর। কিন্তু তাই বলে ৬ বোনকে বিয়ে করল ৬ ভাই। এ কেমন বিয়ে? সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে পাকিস্তানের বিয়ের একটি ভাইরাল ভিডিও।যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।ভিডিওতে দেখা যায়, ৬ জন ভাই একদিনে বরবেশে কনেবাড়ি উপস্থিত। তবে একজন কনেকে বিয়ে করতে নয়, বরং ৬ জন কনে বসে অপেক্ষা করছেন তাদের জন্য। একদিনে ৬ ভাই ও ৬ বোনের বিয়ে দেখে নেটপাড়ায় হইচই শুরু হয়েছে। অনেকে কমেন্ট করতে শুরু করেন। কেউ লিখেছেন ‘মজার বিয়ে’। আবার একাংশের মত ‘আজব বিয়ে, খরচ বেঁচে গেছে’। যা নিয়ে হাসির রোল চারিদিকে। এই বিয়েতে খরচ হয়েছে মাত্র ৩০ হাজার টাকা।জানা গিয়েছে, পাত্রীরা সম্পর্কে পাত্রদের তুতো বোন। একসঙ্গে একই পরিবারে সকলের বিয়ে হওয়া খুশি ছয় বোন ও তাঁদের পরিবার।

তবে আশ্চর্যের বিষয় হল বিয়ে করার জন্য তাদের পাঁচ ভাইকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। কেননা তাদের ছোট ভাইটি ছিল অনেক ছোট। তখনও তার বিয়ের বয়স হয় নি। ছোট ভাইটি প্রাপ্তবয়স্ক হতেই বিয়ের পিঁড়িতে বসলেন তার পাঁচ ভাইয়েরা।এই নিয়ে বড় ভাই পুরো বিষয়টা খোলসা করেন। তিনি জানান, ‘আমরা ঠিক করে ফেলেছিলাম ছয় ভাই একই দিনে বিয়ে করব। আজকাল মানুষ বিয়ের জন্য ঋণ নেয় বা জমি বিক্রি করে। কিন্তু আমরা গোটা সমাজকে দেখাতে চেয়েছিলাম যে কোন পণ ছাড়াই বিয়ে করা যায়। দুটো পরিবারের সম্মতি থাকলেই হল। কিন্তু এর জন্য একই বাড়ির পাত্রীর প্রয়োজন ছিল। তাই আমরা ভাইয়েরা মিলে ঠিক করি যে বাড়িতে ৬ জন বোন থাকবে সেই বাড়িতে বিয়ে করব। অবশেষে মনের আশা পূর্ণ হল আমাদের।’ কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ৬ পাত্রকে প্রশ্ন করা হলে তাঁরা জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে সহজ-সরলভাবে বিয়ের অনুষ্ঠান কীভাবে করা যায়, কীভাবে কম খরচে সবটা সেরে ফেলা যায়, সেটাই দেখানোর চেষ্টা করেছেন তারা।আসলে তারা এক উদাহরণ তৈরি করতে চাইছেন বলে জানিয়েছেন।

মজার এই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। খরচ বাঁচানোর জন্য অভিনব বিয়ের আয়োজন নিয়ে মজার প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা।সমাজের কাছে একটি বিশেষ বার্তা তুলে দেওয়ার উদ্দেশ্যেই অভিনব আয়োজন।এই অভিনব বিয়েতে উপস্থিত ছিল ১০০ জনেরও বেশি অতিথি। খুব একটা জাঁকজমক না হলেও সকলের মনে ছিল উল্লাস। সাধারণভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে কোনও যৌতুক বা পণ নেওয়া হয়নি। মেপে খরচ করা হয়েছে বিয়েতে। কোথাও এতটুকু অপ্রয়োজনীয় খরচও করা হয়নি।