পথ দুর্ঘটনায় বিনামূল্যে চিকিৎসা! কেন্দ্রকে কী নির্দেশ শীর্ষ আদালতের

0
3

পথ দুর্ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ের উপরে অনেকটাই নির্ভর করেন আহতর ভবিষ্যত। দ্রুত চিকিৎসা পরিষেবা পেলে অনেকেই সুস্থ হয়ে ওঠেন। এই কথা মাথায় রেখেই এবার কেন্দ্রকে (Centre) অভিনব নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। পথ দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টার মধ্যে হাসপাতালে গেলে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে- মর্মে কোনও প্রকল্প চালুর জন্যে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। এর সময়সীমা ১৪ মার্চের মধ্যে বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।

পথ দুর্ঘটনায় আহতদের (Injured) চিকিৎসার জন্য ঘটনা ঘটার পরের প্রথম এক ঘণ্টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়কে চিকিৎসার ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। এই এক ঘণ্টায় চিকিৎসা শুরু হলে সুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার সঠিক সময় চিকিৎসা না হলে প্রাণহানির আশঙ্কা থাকে। এই আশঙ্কার উল্লেখ করে সুপ্রিম কোর্টের (Supreme Court)  বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ এই নির্দেশ দেন। বুধবার, ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানায়, দুর্ঘটনার পরে প্রথম এক ঘণ্টায় আহতকে বিনামূল্যে চিকিৎসা দিতে কেন্দ্র বাধ্য। মোটর ভেহিকল্‌স অ্যাক্টের ১৬২ ধারা অনুসারে ওই চিকিৎসা পরিষেবা দিতে প্রকল্প চালু করতে হবে।

শীর্ষ আদালত নির্দেশনামায় জানিয়েছে, ১৪ মার্চের মধ্যে এই প্রকল্প চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে কেন্দ্রকে। ইতিমধ্যেই চিকিৎসায় দেরির কারণে অনেক প্রাণহানি হয়েছে। সুতরাং প্রকল্প চালুর জন্যে কেন্দ্রকে আর বেশি সময় দেওয়া যাবে না। ইতিমধ্যে কেন্দ্রের তরফে প্রকল্পের একটি খসড়া আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানে দুর্ঘটনার পরে প্রথম সাতদিন সর্বোচ্চ দেড় লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে করার প্রস্তাব রয়েছে।