নীরবতা ভাঙলেন ধনশ্রী, সোষ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

0
3

বেশ কয়েকদিন ধরেই শিরোনামে যুজবেন্দ্র চ্যাহাল এবং ধনশ্রী ভার্মা। বেশ কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্ত্রী ধনশ্রীর সব ছবি মুছে দেন চ্যাহাল। ধনশ্রীও ইনস্টাগ্রাম থেকে আনফলো করেন চ্যাহালকে। এরপরই জল্পনা ছড়ায় তাদের বিবাহ বিচ্ছেদের। যদিও এই নিয়ে চ্যাহাল কোন মুখ খোলেননি। তবে এবার নীরবতা ভাঙলেন চ্যাহাল পত্নী ধনশ্রী। সোষ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা।

বুধবার রাতে ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “ গত কয়েক দিন আমার এবং আমার পরিবারের জন্য খুব কঠিন ছিল। সব থেকে বিরক্তিকর বিষয় হল, সত্যতা যাচাই না করেই কিছু লোকের সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন লেখা এবং আমাকে নিয়ে ভুল মন্তব্য করা, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা। আমি আমার নাম, পরিচিতি সততার সঙ্গে গড়ে তোলার জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। আমার নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা শক্তির পরিচয়। নেতিবাচকতা সমাজমাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ে, তবে অন্যদের উন্নতিতে সাহায্য করতে সাহস এবং সহানুভূতি লাগে।“ তিনি আরও লেখেন, “আমি সততায় বিশ্বাসী এবং আমার মূল্যবোধকে ধরে রেখে এগিয়ে যেতে চাই। একদিন না একদিন সত্যি সামনে আসবেই, তখন কোনও ব্যাখ্যার প্রয়োজন হবে না।“

কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন চ্যাহাল। যদিও ধনশ্রী ছবি মোছেননি। তাঁর ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে স্বামী চ্যাহালের সঙ্গে ছবি।

আরও পড়ুন- আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি পন্থের, বোলিং-এ দাপট বুমরাহর