ডিভিসির অতিমাত্রায় জল ছাড়ার জন্য দক্ষিণবঙ্গের গ্রামগুলিতে বন্যা হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত গ্রামবাংলা পরিদর্শনের পর সাফ বলেছিলেন, এটা ম্যান মেড বন্যা। আর রাজ্যের যে কজন প্রতিনিধি ছিলেন ডিভিসি–তে তাদের তুলে নেন। সে কথা কেন্দ্রীয় সরকারকে জানিয়েও দেন। এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অধীররঞ্জন চৌধুরী। আজ, বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে আদালতে মুখ পুড়ল এই পোড়খাওয়া কংগ্রেস নেতার।আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, অনেক ক্ষমতা আছে আপনার। নিজেই কিছু করুন। আর তাতেই চাপে পড়ে যান অধীর।
কংগ্রেস নেতার উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, মামলাকারী চারবারের সাংসদ। অনেক কিছু করতে পারেন। কিন্তু এই মামলা অন্য কোনও ফোরামে গিয়ে করুন। এদিন প্রধান বিচারপতি ভর্ৎসনার সুরে বলেন, অধীররঞ্জন চৌধুরী মামলাকারী।তিনি দীর্ঘদিনের সাংসদ। তাই এইসব বিষয়ে তিনি নিজেও দায়িত্ব নিয়ে কিছু করতে পারেন। প্রাক্তন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর মামলায় একেবারেই সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বরং প্রাক্তন কংগ্রেস সাংসদকে চূড়ান্ত ভর্ৎসনাও করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম।
অধীরের আইনজীবী প্রতীপ চট্টোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোলে বলেন, একটি কমিটি তৈরি করে দেওয়া হোক। বন্যার সময় জল নিয়ন্ত্রণের বিষয় ওই কমিটি দেখবে।সেই সময় ক্ষুব্ধ বিচারপতি বলেন, শুধু খবরের কাগজের কাটিং দিয়ে মামলা না করে প্রকৃত তথ্য দিয়ে মামলা করুন। ডিভিসি সংক্রান্ত তথ্য নিয়ে আসার নির্দেশ দেন অধীরকে।
আরও পড়ুন- আর জি কর-তদন্ত নিয়ে ‘ভিত্তিহীন‘ অভিযোগ তুলে ‘ফ্যাসাদে’ অপর্ণা-রিমঝিমরা!
_
_
_
_
_
_
_
_




























































































































