কানাডার প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে অনিতা,ভারতীয় বংশোদ্ভূতর ক্যারিয়ার জানলে চমকে উঠবেন

0
2

জাস্টিন ট্রুডোর অধ্যায় অতীত, কানাডার প্রধানমন্ত্রী (PM of Canada) কে হবেন এখন তা নিয়েই জোর জল্পনা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। সম্ভাব্য হিসেবে আটজনের নাম উঠে এসেছে তার মধ্যে দুজন ভারতীয় বংশোদ্ভূত। তবে দৌড়ে অনেকটা এগিয়ে কানাডার পরিবহন এবং অভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রী অনিতা আনন্দ (Anita Anand)। আচমকাই প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন জাস্টিন ট্রুডোর। ২৪ মার্চ পর্যন্ত সংসদ মুলতুবি থাকার কারণে এক্ষুনি হয়তো কানাডায় নতুন প্রধানমন্ত্রীর সম্ভাবনা নেই। তবে দলের নেতার পদ থেকেও পদত্যাগের আবেদন করেছেন তিনি। সেক্ষেত্রে নতুন নেতা নির্বাচন করে প্রধানমন্ত্রীর লড়াইতে নামতে পারে লিবেরাল পার্টি। সেখানেই নাম উঠে এসেছে অনিতার। ভারতীয় বংশোদ্ভূত এই মহিলার পরিচয় জানলে চমকে উঠবেন অনেকেই।

রাজনীতির ময়দানে ধুমকেতুর মতো উত্থান হওয়া অনিতা আনন্দের জন্ম কানাডার নোভা স্কশিয়ার কেন্টভিলের এক চিকিৎসক পরিবারে। মা সরোজ ডি. রাম এবং বাবা এস.ভি আনন্দ। তাঁরা তিন বোন। অনিতা ছোট থেকেই অত্যন্ত মেধাবী। কুইন্স ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ডালহৌসি ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে টরেন্টো ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতকোত্তর পাশ করেন। ২০১৯ সাল থেকে রাজনীতিতে নিজের যাত্রা শুরু করেন অনিতা।জায়গা পান ট্রুডো মন্ত্রিসভাতে। কোভিডকালে দায়িত্ব সামলেছেন জনসেবা ও ক্রয় মন্ত্রী হিসেবে। ২০২১ সালে তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলেনেস্কির দেশকে সমর্থনের পক্ষপাতী ছিলেন তিনি। গত দুবছর ধরে পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী হলে ভারত -কানাডা সম্পর্কের উন্নতির আশা কূটনৈতিক বিশেষজ্ঞদের।