জরুরি আলোচনা। বিষয় একেবারেই আদালতের কাজকর্ম সংক্রান্ত। কিন্তু ওই আলোচনার জন্যই একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) ২৫ জন বিচারপতি। আর বেড়ানো তথা আলোচনার প্রস্তাব দিয়েছেন স্বয়ং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjiv Khanna)। তবে, সরকারি খরচে নয়, নিজেদের খরচেই সপরিবারে ভ্রমণে যাচ্ছেন বিচারপতিরা। কিন্তু এত মামলা ঝুলে থাকা অবস্থায় একজন সঙ্গে এত বিচারপতির ছুটিতে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
সুপ্রিম কোর্ট (Supreme Court) সূত্রে খবর, প্রধান বিচারপতি খান্নাই প্রথম এই ছুটির মেজাজে আলোচনার প্রস্তাব দেন। সিনিয়র বিচারপতিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। তাঁদের সম্মতি পেয়েই এই সিদ্ধান্ত। প্রধান বিচারপতি চেয়েছিলেন, দিল্লির বাইরে ছুটির মেজাজে হোক সুপ্রিম কোর্টের কাজকর্ম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না-সহ ২৫ বিচারপতি যাবেন বিশাখাপত্তনমে। সঙ্গে তাঁদের পরিবারও। ১১ ও ১২ জানুয়ারি সেখানে থাকবেন। আরাকু ভ্যালিতে ঘুরতে যাওয়ারও পরিকল্পনা রয়েছে। কয়েকজন বিচারপতি ১৩ তারিখও বিশাখাপত্তনমে থাকবেন। তবে, সরকারি খরচে নয়। লিভ ট্রাভেল কনসেশনের সুবিধা নিয়ে নিজেদের খরচেই ছুটি কাটাতে যাবেন বিচারপতিরা। তবে সুপ্রিম কোর্টের ইতিহাসে একসঙ্গে এত বিচারপতির ছুটি কাটাতে যাওয়া নজিরবিহীন।
এই নিয়ে প্রশ্ন উঠছে। শীর্ষ আদালতে বহু গুরুত্বপূর্ণ মামলা ঝুলে রয়েছে। বাংলার একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে সময়ের অভাবে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি-সহ ২৫ বিচারপতি একসঙ্গে ছুটিতে যাওয়া নিয়ে কটাক্ষ করছেন অনেকে।
–
–
–
–
–
–
–