ঋণ দেওয়া টাকা ফেরৎ চাওয়ায় জটিলতা! গ্রেফতার বেলেঘাটার যুবক

0
3

স্থানীয় এক বাসিন্দাকে ধার (loan) দেওয়ার টাকা শোধ করার দাবি জানানোয় গ্রেফতার বেলেঘাটার এক যুবক। অভিযোগকারীকে ধারের টাকা শোধ করতে বললে তার নামে তোলাবাজির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে বেলেঘাটার (Beleghata) যুবক সুশান্ত সাহাকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ।

একটি সূত্রের খবর, সুশান্তর থেকে বহু আগেই টাকা ধার (loan) করেছিলেন অভিযোগকারী ব্যক্তি। বারবার চাওয়া হয় ধার দেওয়া টাকা। তাতে কাজ না হওয়ায় ডেকে পাঠিয়ে সেই টাকা চাওয়া হয়। এরপরই তার বিরুদ্ধে ‘তোলাবাজি’র (extortion) অভিযোগ হয়।

অভিযোগকারী পুলিশে অভিযোগ করেন তাকে জোর করে তুলে আনে ও তার গাড়ি আটকে রাখে সুশান্ত সাহা। এই অভিযোগের ভিত্তিতে বেলেঘাটা থানার পুলিশ সুশান্তকে গ্রেফতার করে।