রাস্তা থেকে বাড়ি, পাহাড় থেকে গাছগাছালি সর্বত্রই সাদা বরফের চাদর। পর্যটকদের খুশি করে নতুন বছরের প্রথম তুষারপাতে (Snowfall) ভিজলো উত্তর সিকিমের লাচেন। কেউ সে দৃশ্য ক্যামেরাবন্দি করলেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরি করতে ব্যস্ত। আবহাওয়া অফিস (Weather Department) আগেই সিকিমে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস দিয়ে রেখেছিল। মঙ্গলের রাত থেকে সেই সম্ভাবনাই সত্যি হলো।
বুধের সকাল থেকে প্রবল তুষারপাতের কারণে নাথুলা, ১৫ মাইলের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার করতে কিছুটা সময় লাগবে। যদিও তাতে সমস্যা নেই পর্যটকদের। তুষারপাতে আটকে থেকেও তাঁরা বেজায় খুশি। এদিন বরফ দেখে গাড়ি থামিয়ে তা উপভোগ করতে দেখা যায় পর্যটকদের। কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও করেন। সব মিলিয়ে আনন্দের মেজাজে সিকিম।
–
–
–
–
–
–
–
–