চোরাপথে ঢুকে ‘মুম্বইবাসী’ বাংলাদেশীরা! BSF-এর ব্যর্থতা প্রকাশ্যে

0
2

সীমান্ত পাহারায় বিএসএফের (BSF) ব্যর্থতা নতুন নয়, একথা বাংলার শাসকদলের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী (MHA) বারবার বাংলার দিকে আঙুল তুলে বিএসএফের দোষ ঢাকার যে চেষ্টা করেছেন তার পর্দা দেশের একাধিক শহরে অনুপ্রবেশকারীদের অস্তিত্ব দিয়েই প্রমাণিত হয়ে চলেছে সাম্প্রতিককালে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে মুম্বইয়ে সংসার পালন করা এক পরিবারকে বাংলাদেশ (Bangladesh) পালাতে গিয়ে গ্রেফতার করল বিএসএফ। সেই সঙ্গে এদের সীমানা পেরোতে সাহায্য করা দালালকে (agent) গ্রেফতার করা হয়েছে।

কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj) দিয়ে বাংলাদেশ পালাতে গিয়ে বিএসএফ সোমবার রাতে গ্রেফতার করে ৬ বাংলাদেশের নাগরিককে। পরে তাদের মেখলিগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আর তারপরেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের নড়াইলের (Narail) বাসিন্দা এক দম্পতি ও তাঁদের দুই সন্তান সীমানা পেরিয়ে ভারতে ঢোকে। এরপর কাজের সন্ধানে মুম্বই (Mumbai) চলে যায় তারা। তবে মুম্বইতে বাংলাদেশের নাগরিকদের ধরপাকড় শুরু হতে তারা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

সোমবার সেভাবে মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করে বিএসএফ (BSF)। এদের সঙ্গে গ্রেফতার হয় এক ভারতীয় দালাল (agent) সহ ছয়জন। পরে ধৃত বাংলাদেশীদের ফিরিয়ে দেওয়া হয় সেই দেশে।