বিরাটের রান না পাওয়ার কারণ খুঁজে বার করলেন পন্টিং, কী বললেন তিনি ?

0
7

১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। এই সিরিজে একেবারেই ব্যর্থ ছিল টিম ইন্ডিয়ার ব্যাটাররা। রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলি। তবে প্রথম টেস্ট পারথের দ্বিতীয় ইনিংসে শতরান করেন বিরাট। তবে পড়ে বাকি টেস্টে আর রানের দেখা পাওয়া যায়নি বিরাটের ব্যাট থেকে। বার বার একই ভাবে আউট হন বিরাট। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়ে যান কোহলির। আর এবার কোহলির রান না পাওয়ার কারণ খুঁজলেন প্রাক্তন অজি ক্রিকেটার রিকি পন্টিং।

এই নিয়ে পন্টিং বলেন, “ বিরাট রান করতে চাইছে, কিন্তু পারছে না। খুবই চেষ্টা করছে ও। সেটা দেখা যাচ্ছে। কিন্তু এই বাড়তি চেষ্টাই তাঁর ব্যাটিংয়ে সমস্যা তৈরি করছে। যত বেশি চেষ্টা করছে, তত সমস্যা হচ্ছে। “ এখানেই না থেমে পন্টিং আরও বলেন, “ একজন যখন আউট নিয়ে বেশি ভাবতে শুরু করে, তখন রান পাওয়া কঠিন হয়। কোহলির সঙ্গে এটাই হচ্ছে। নিখুঁত হওয়ার চেষ্টা করছে ও। আমি সব সময় চেষ্টা করেছি, দল যে ভাবে চাইছে, সে ভাবে খেলতে। কিন্তু যখন ফর্মে থাকতাম, তখন আউট নিয়ে ভাবতাম না। শুধু রান করার কথা ভাবতাম। বিরাট সেটা পারছে না। ও চেষ্টা করছে অফ স্টাম্পের বাইরের বল না খেলার। এটা এক ধরনের মানসিক সমস্যা। অফ স্টাম্পের বাইরের বল নিয়ে বেশি ভাবছে ও।“

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় কেন এমন দশা হল ভারতের? ময়নাতদন্তে বিসিসিআই : সূত্র