আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি পন্থের, বোলিং-এ দাপট বুমরাহর

0
3

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্টে ব্যাটিং র‍্যাঙ্কিং-এর তালিকা । সেখানে প্রথম দশে রয়েছেন পন্থ। রয়েছেন যশস্বী জসওয়ালও। তবে র‍্যাঙ্কিং-এর প্রথম দশে নেই বিরাট কোহলি। বোলারদের মধ্যে শীর্ষে যশপ্রীত বুমরাহ।

এদিন আইসিসি যে টেস্ট ক্রিকেটে ব্যাটিং-এর ক্রমোতালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন পন্থ । সিডনিতে দ্বিতীয় ইনিংসে ৬১ রানের ইনিংসের সুবাদে একলাফে ৩ ধাপ উঠলেন তিনি। ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন যশস্বী জসওয়াল। আর কোনও ভারতীয় তারকা প্রথম কুড়িতেও নেই। শুভমান গিল রয়েছেন ২৩ নম্বরে। বিরাট কোহলি দীর্ঘদিন বাদে ছিটকে গিয়েছেন। বিরাট আপাতত ২৭ নম্বরে। শীর্ষে রয়েছে ইংল্যান্ডের রুট।

অপরদিকে বোলিং-এ শীর্ষে যশপ্রীত বুমরাহ। বুমরাহর রেটিং পয়েন্ট ৯০৮। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। নবম স্থানে রবীন্দ্র জাদেজা। এদিকে অলরাউন্ডারদের ক্রমতালিকায় এখনও শীর্ষস্থানে সেই জাদেজা।

আরও পড়ুন- বিরাটের রান না পাওয়ার কারণ খুঁজে বার করলেন পন্টিং, কী বললেন তিনি ?