সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে আরও কঠোর হল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি চিকিৎসকরা সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। প্রত্যেক চিকিৎসককে সপ্তাহে ন্যূনতম ৬ দিন এবং ৪২ ঘণ্টা ডিউটি করতে হবে — দু’দিন আগেই জানিয়েছিল স্বাস্থ্য ভবন। এবার এল আরও কড়া নির্দেশিকা। কী বলা হয়েছে সেই নির্দেশিকায়?
নতুন নির্দেশনামায় জানানো হয়েছে, সরকারি চিকিৎসকদের কর্মক্ষেত্রের ২০ কিমির বাইরে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস। পাশাপাশি ডিরেক্টর অব হেলথ সার্ভিস (DHC) বা ডিরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের (DME) থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে প্রাইভেট প্র্যাকটিসের জন্য। অর্থাৎ উত্তরবঙ্গে কোনও চিকিৎসক দক্ষিণবঙ্গে এসে প্রাইভেটে রোগী দেখার সুযোগ পাবেন না। প্রাইভেট প্র্যাকটিসের জন্য শুধুমাত্র নন-প্র্যাকিটিসিং অ্যালাউয়্যান্স না নিলেই হবে না, প্রয়োজন হবে এনওসির। একইসঙ্গে, কর্মক্ষেত্রের কাছাকাছি এলাকায় প্রাইভেট চেম্বার চালানোর অনুমতি থাকলেও তা স্বাস্থ্য ভবনের নির্ধারিত নিয়মের মধ্যে থাকতে হবে।
আরও পড়ুন- বুধে স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
_
_
_
_
_
_
_
_
_




























































































































