BGBS-এর প্রস্তুতি নিয়ে আজ নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, থাকবেন প্রশাসনিক কর্তারা

0
3

নতুন বছরের দ্বিতীয় মাসেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit)। আগামী ৫-৬ ফেব্রুয়ারি রাজ্যে বসবে BGBS – এর আসর। উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতিরা। এই সম্মেলন সুষ্ঠু ভাবে পালন করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের কাজ ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM of WB)। প্রস্তুতির কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতে ও বিস্তারিত রিপোর্ট নিতে বুধবার নবান্নে বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্যের শিল্প সম্ভাবনা সবার সামনে তুলে ধরার বড় সুযোগ বিজিবিএসের মঞ্চ। এই সম্মেলনে যাতে কোনও রকমের ত্রুটি না থাকে তা নিশ্চিত করতে তৎপর মুখ্যমন্ত্রী। আজকের বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্য প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক। এছাড়া পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। শিল্প, পরিকাঠামো, পরিবহন ও বিনিয়োগ আকর্ষণের অগ্রগতির জন্য রাজ্য কী ধরনের পরিকল্পনা বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবে, তার ঝলক দেখতে চাইতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজকের বৈঠকে বিদেশি প্রতিনিধিদের আগমন ও তাঁদের আতিথেয়তা সংক্রান্ত অগ্রগতিও খতিয়ে দেখা হবে বলে মনে করা হচ্ছে।