হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV) নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বুধবার সকাল পর্যন্ত আক্রান্তের পরিসংখ্যান তুলে ধরে বিশেষ টিম গঠনের কথা জানালো ICMR। এখনো পর্যন্ত HMPV-তে দেশ জুড়ে আক্রান্তের সংখ্যা সাত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এই ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত নজরদারিতে একটি বিশেষ টিম গঠন করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘রেসপিরেটোরি ভাইরাস সার্ভিলেন্স টিম'(RVST)।
নতুন ভাইরাসের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের কথায় এটি নতুন কোন ভাইরাস নয়। ২০০১ সাল থেকে ভারতে আছে, এমনকি বিশ্বের অন্যান্য দেশেও এর অস্তিত্ব মিলেছে। তবে সতর্ক থাকা দরকার। বিশেষ করে শীতকালীন সর্দি-কাশিতে শিশু এবং বয়স্কদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সেদিকে নজর দেওয়া প্রয়োজন। ICMR জানিয়েছে, দেশের সমস্ত VRDL ল্যাব যেখানে এইচএমপি ভাইরাস পরীক্ষার পরিকাঠামো রয়েছে, তাদের নির্দেশ পাঠানো হয়েছে যে এবার থেকে যাঁদের শরীরে এইচএমপি ভাইরাস-এর রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি – ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (NIV-ICMR)-এর ল্যাবে জিনোম সিকুয়েন্স-এর জন্য পাঠানো বাধ্যতামূলক। ভারতে যাঁরা এইচএমপি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, সেই নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (NIV) পাঠানোর নির্দেশ দিয়েছে ICMR। কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে HMPV পরীক্ষার জন্য মোট পাঁচ ধরণের কিট আছে, দ্রুত ল্যাবগুলিকে সেই কিটের স্টক বাড়াতে হবে। পাঁচ বছরের নীচে এবং পঁয়ষট্টি বছরের উর্দ্ধে যাঁদের বয়স তাঁদের পরীক্ষার দিকে বিশেষ নজর দিতে হবে । যাঁদের INFLUENZA A, INFLUENZA B, COVID 19, RS ভাইরাস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ হয়েছে, তাঁদের HMPV টেস্ট করতে হবে। শ্বাস কষ্ট নিয়ে আসা শিশু ও প্রবীণদের নমুনা আলাদা করতে হবে।
–
–
–
–
–
–
–
–





























































































































