সন্দেশখালি-কাণ্ডে নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

0
3

সন্দেশখালিতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ। এখনও অধরা অভিযুক্তরা। এই মর্মে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি। বুধবার ছিল এই মামলার শুনানি। সেই শুনানিতে সন্দেশখালির নির্যাতিতা তরুণীর বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশকে নির্দেশ দিয়েছেন, নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার জন্য দু’জন পুলিশ পাহারায় রাখতে হবে, তারমধ্যে একজন সশস্ত্র পুলিশ থাকবে।

প্রসঙ্গত, গত বছরের ১৫ মে বুধবার গভীর রাতে সন্দেশখালি থানায় স্থানীয় নেতা দিলীপ-সহ আরও তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। সন্দেশখালির মাঝেরপাড়া এলাকায় তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটি আসেন। সেই সময় মহিলাকে ফেলে অভিযুক্তরা চম্পট দেয়। এই মামলাতেই নির্যাতিতার বাড়িতে ২৪ ঘণ্টার পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে পুলিশকে।এদিকে রাজ্যর তরফে জানানো হয়েছে, তদন্ত এগিয়েছে। চার্জশিট দেওয়া হবে।

আদালত চত্বরে এদিন নির্যাতিতা বলেন, আমি সন্দেশখালি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছি।এরপর থেকে আমাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আমায় হুমকি দেওয়া হয়েছে।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি চাই দোষীরা উপযুক্ত সাজা পাক।