মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে আয়োজন করা হয় দিদি কাপ-এর। অরবিন্দ স্টেডিয়ামে। এই খেলাকে ঘিরে মেতে ওঠে পূর্ব মেদিনীপুর। এবছর ১৬টি দল অংশ নেয়। এই কাপের মুখ্য উপদেষ্টা তথা সম্পাদক ও কাঁথির কাউন্সিলার সুপ্রকাশ গিরি জানিয়েছেন, দিদি কাপের দু দিন গোটা জেলার মানুষের বিশেষ আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে গত তিন বছর এই দিদি কাপের আয়োজন করা হচ্ছে। চলতি বছরে রাজ্যের বাইরে থেকেও একাধিক দল অংশ নেয়।
_
_
_
_
_
_
_
_
_
_
_