সন্তোষজয়ী বাংলা দলকে সংবর্ধনা, ভবানীপুর ক্লাবে অ্যাকাডেমি গড়ার ঘোষণা টুটু বোসের

0
1

তরুণ প্রতিভা তুলে আনতে নতুন অ্যাকাডেমি গড়বে ভবানীপুর ক্লাব। বুধবার সন্তোষজয়ী বাংলা ফুটবল দলের সংবর্ধনা মঞ্চ থেকে ঘোষণা করলেন টুটু বোস। তিনি জানালেন, গড়ে তোলা হবে। সদ্য ভারতসেরা হওয়া বাংলা দলে ছিলেন ভবানীপুর ক্লাবে খেলা পাঁচ ফুটবলার। আগামী দিনে যেন বাংলা থেকে আরও ফুটবলাররা উঠে আসে, সেই লক্ষ্যে নিয়ে অ্যাকাডেমি গড়ে তোলা হবে। বুধবার ভবানীপুর ক্লাবে সংবর্ধনা দেওয়া হয় সন্তোষজয়ী বাংলা দলকে। পুরস্কার হিসাবে দলের হাতে তুলে দেওয়া হয় ৩ লক্ষ টাকা। ভবানীপুর ক্লাবের মদন মান্ডি, বাসুদেব মান্ডি, রবিলাল মান্ডি, বিক্রম প্রধান-সকলেই খেলেছেন সন্তোষজয়ী বাংলা দলে।

আগামী দিনে বাংলা থেকে আরও অনেক প্রতিভা যেন উঠে আসতে পারে, সেই লক্ষ্যেই নতুন অ্যাকাডেমি খোলার কথা ঘোষণা করলেন ভবানীপুর ক্লাবের কর্ণধার। টুটু বোস জানান, খুব তাড়াতাড়ি কলকাতায় খোলা হবে ভবানীপুর ক্লাবের অ্যাকাডেমি। উল্লেখ্য, যুব ফুটবলার তুলে আনতে ইতিমধ্যেই লা লিগার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভবানীপুর ক্লাব। বিভিন্ন জেলা থেকে ফুটবলার তুলে এনে সর্বোচ্চ মঞ্চে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লা লিগা সাহায্য করবে ভবানীপুর ক্লাবকে। এদিন সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বাংলা দলের কোচ সঞ্জয় সেন টুটু বোস, সুব্রত ভট্টাচার্য, কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, শিশির ঘোষ, সুব্রত দত্ত, কম্পটন দত্ত প্রমুখ।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বহুদিন পর বাংলা দল ফের সন্তোষ ট্রফি ঘরে তুলেছে। এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব কোচ এবং খেলোয়াড়দের। মুখ্যমন্ত্রী নিজে তাদের উৎসাহ দিয়েছেন এবং তাদের ভবিষ্যত সুরক্ষার ব্যবস্থা করেছেন। আগামী দিনেও বাংলা দল আরও সাফল্য পাবে এই আশা রাখি। বাংলার ফুটবলের উন্নয়নে রাজ্য সরকার সব সময় পাশে আছে। বাংলা দলের কোচ সঞ্জয় সেন বলেন, যে সাফল্য আমরা পেয়েছি তার সমস্ত কৃতিত্ব ফুটবলারদের। আমি শুধু পথ দেখিয়েছি আর আমার ছেলেরা সেই পথে হেঁটেছে।

সৃঞ্জয় বসু বলেন, এবারের বাংলা দলে ভবানীপুর ক্লাবের পাঁচ জন ফুটবলার আছেন, যাদের হাত ধরে সন্তোষ ট্রফি বাংলায় এসেছে। এটা আমাদের কাছে গর্বের।