জনগণের কল্যাণের লক্ষ্যে পথ চলা শুরু হয়েছিল সেবাশ্রয়ের। সাত দিনেই তা রেকর্ড গড়ে ফেলল। এক লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে এক নয়া কীর্তির স্বাক্ষর রাখল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। এই মাইলস্টোন স্পর্শ করার পরই তিনি এক্স বার্তায় লেখেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সেবাশ্রয় মাত্র সাত দিনে একটি মাত্র বিধানসভা কেন্দ্র থেকে এক লক্ষেরও বেশি মানুষকে পরিষেবা দিয়েছে।
ডায়মন্ড হারবারে নতুন এই কীর্তিকে সর্বকালীন রেকর্ড তকমা দিয়ে অভিষেক লেখেন, আমাদের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক, ল্যাব টেকনিশিয়ান এবং প্রকল্পের সঙ্গে জড়িত সকলের নিরলস প্রচেষ্টা ছাড়া এই অবিশ্বাস্য কীর্তি গড়া সম্ভব হত না। জনগণের সেবায় আপনার অটুট নিষ্ঠা ও অঙ্গীকারই এটা সম্ভব করেছে। এই অসাধারণ অর্জনের জন্য সবাইকে অভিনন্দন!
I am thrilled to announce that SEBAASHRAY has successfully served over 100000 (ONE LAKH) people from a single AC on just the 7th DAY!
This incredible feat would not have been possible without the relentless EFFORTS of our DOCTORS, NURSES, VOLUNTEERS, LAB TECHNICIANS and… pic.twitter.com/AsLDVAQHtE
— Abhishek Banerjee (@abhishekaitc) January 8, 2025
সেবাশ্রয়ের প্রাথমিক লক্ষ্য জনগণের কল্যাণ। সেই লক্ষ্যে অবিচল থেকে সেবাশ্রয় শিবিরের সপ্তম দিনে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গেল এক লক্ষে। বুধবার ২৬ হাজার ৮১ জনকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে সেবাশ্রয়। সাকুল্যে সাতদিনে ১ লক্ষ ৭ হাজার ৫৭০ জন পেয়েছেন স্বাস্থ্য পরিষেবা। অসুস্থ মানুষকে পুরোপুরি সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে সেবাশ্রয়। এই সেবাশ্রয়ের মাধ্যমে ডায়মন্ড হারবারবাসীর কাছে ভরসার স্থল হয়ে উঠেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রিয় সাংসদকে কৃতজ্ঞতা জানাচ্ছেন সবাই।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী উদ্যোগ শুধু উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না, ডায়াগনস্টিক টেস্ট থেকে শুরু করে বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনে রোগীকে জটিল চিকিৎসার জন্য বিশেষ হাসপাতালে রেফার করা হচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য জটিল পরীক্ষা-নিরীক্ষা যেমন আল্ট্রাসাউন্ড সোনোগ্রাফি (ইউএসজি) এবং ইসিজি তো করা হচ্ছেই, সেবাশ্রয় শিবিরে শুরু হয়েছে বোন মিনারেল ডেনসিটি টেস্টও।
–
–
–
–
–
–