মেলায় গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ১ মহিলার, পা উড়ল বিক্রেতার!

0
2

মেলায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল ১ মহিলার। ঘটনাস্থল হাওড়ার পেঁড়ো থানার হরিশপুর কাঁচারিতলায়।নিহত মহিলার নাম বৈশাখী বাগ (৩৮)। এই ঘটনায় বেলুন বিক্রেতা নেপাল দলুইয়ের একটি পা উড়ে গিয়েছে।প্রতি বছর এই সময় হরিশপুর কাঁচারিতলায় পৌষকালী পুজো হয়। সেই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সেখানে মেলা বসেছিল। মেলায় গ্যাস বেলুন বিক্রি করছিলেন পঞ্চান্ন বছর বয়সি নেপাল দলুই।সন্ধের সময় মেলায় তখন শয়ে শয়ে মানুষ আসতে শুরু করেছেন, তখনই আচমকা বিকট শব্দ করে ফেটে যায় সিলিন্ডার।

হতাহতদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে যান বিধায়ক চিকিৎসক নির্মল মাজি। গুরুতর আহত নেপালবাবুকে এসএসকেএম হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সঙ্গে সঙ্গে তাকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করা হয়। নিহত বৈশাখীদেবীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে।

এই ঘটনার পর মেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কোনও সুরক্ষা ছাড়া কী ভাবে মেলায় গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল সেই প্রশ্ন উঠেছে। ঘটনার জেরে ভেঙে পড়েছে বৈশাখীদেবীর পরিবার। এই ঘটনার জন্য মেলার উদ্যোক্তাদের দায়ী করছেন তারা।