এবার মানিকের চিকিৎসা-বিল বিতর্ক! বন্দিদশার বিল কেন বিধানসভায়? উঠছে প্রশ্ন

0
11

কাঞ্চনের পরে বিধানসভায় চিকিৎসা বিল বিতর্কে আরেক তৃণমূল (TMC) বিধায়ক বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিয়োগ মামলায় নাম জড়ানোয় বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছিল পলাশিপাড়ার বিধায়ককে। অভিযোগ, জেলে থাকাকালীন চিকিৎসা সংক্রান্ত বিলও নাকি বিধানসভায় জমা করেছেন তিনি। এই বিষয় নিয়ে প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেন বিধানসভার (Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

নিয়োগ মামলায় পলাশিপাড়ার বিধায়ককে গ্রেফতার করে ED। দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি। সদ্য জামিনে পেয়েছেন মানিক (Manik Bhattacharya)। তারপরই বিধানসভার টিএ-ডিএ সেকশনে চিকিৎসা সংক্রান্ত একাধিক বিল জমা দিয়েছেন তিনি। আর সেই বিল নিয়েই বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ, তাঁর জেলে থাকাকালীন চিকিৎসার বিলও বিধানসভায় জমা পড়েছে। বিলগুলি খতিয়ে দেখে বিধানসভার সচিবালয়ে জানানো হয়েছে। পাঠানো হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বিলটি দেখার পরে প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠান স্পিকার। সোমবার সুপার দেখাও করেন বলেও সূত্রের খবর।

বিধায়করা সাধারণত তাঁর ও পরিবারের চিকিৎসার খরচ পান। সেক্ষেত্রে হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন তাঁরা। সেই টাকা তাঁরা ফেরতও পান। মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না। তবে জেলে থাকাকালীন বন্দির চিকিৎসার দায়িত্ব জেল কর্তৃপক্ষের। সেই বিল কেন বিধানসভায় জমা পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠছে।