নতুন বিদেশি সই করাল ইস্টবেঙ্গল এফসি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডো খুলতেই ভেনেজুয়েলার স্ট্রাইকার রিচার্ড সেলিসকে সই করাল লাল-হলুদ। মরশুমের মাঝে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাদিহ তালাল। তাঁর পরিবর্তে একজন ফুটবলারকে যে নিতে চলেছে ইস্টবেঙ্গল, তা আগেই টের পাওয়া গিয়েছিল। সেই মতো ডার্বির আগেই নতুন বিদেশির নাম ঘোষণা করে দিল দল। রিচার্ড লেফট উইঙ্গার ও স্ট্রাইকার, দুই পজ়িশনেই খেলতে পারেন । ইস্টবেঙ্গলে যোগ দিতেই রিচার্ড জানিয়ে দিলেন লাল-হলুদে খেলতে মুখিয়ে তিনি।
দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব ও কোপা আমেরিকাতেও খেলেছেন রিচার্ড। এর আগে ভেনেজুয়েলার একাধিক খেলার পাশাপাশি কলম্বিয়া ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে খেলেছেন রিচার্ড। ২০১৯-এ কারাকাসকে লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ক্লাব ফুটবলে ২৫০টির বেশি গোল রয়েছে রিচার্ডের। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত রিচার্ড ভেনেজুয়েলার অ্যাকাডেমিয়া পুয়ের্তো কাবেলোতে খেলেছেন। দেশের হয়ে ২০২১-এ কোপা আমেরিকাতে তিনি ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন।
রিচার্ডকে দলে পেয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। তিনি বলেন, “ আমরা আশা করছি রিচার্ডের প্রতিভা, স্কিল ও দায়বদ্ধতা ইস্টবেঙ্গলকে ভরসা দেবে। সাফল্য পেতে ওর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।“ এদিকে লাল-হলুদে সই করে রিচার্ড বলেন, “ ইস্টবেঙ্গলের ইতিহাস খুবই সমৃদ্ধ ও সমর্থকরাও আবেগপ্রবণ। এই ক্লাবে সই করতে পেরে আমি উত্তেজিত। আমার কেরিয়ারে নতুন অধ্যায় শুরু হচ্ছে। ভারতীয় ফুটবলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে আছি।“
আরও পড়ুন- অজিদের কাছে হারের ধাক্কা, আইসিসি টেস্ট ক্রমতালিকায় পতন ভারতের
–
–
–
–
–
–
–
–
–