নতুন শিক্ষাবর্ষে OBC সংরক্ষণের সুবিধা পাবে পডুয়ারা, সুপ্রিম কোর্টে প্রশ্ন রাজ্যের

0
2

হাইকোর্টের রায়ে রাজ্যের সংরক্ষণ বাতিল হয়ে যাওয়ার ভোগান্তিতে উচ্চশিক্ষার পড়ুয়া থেকে চাকুরিজীবীরা। ২০২৫ শিক্ষাবর্ষ শুরুর আগে সেই জটিলতা কাটিয়ে সংরক্ষণের (reservation) সুবিধা রাজ্যের পড়ুয়াদের দিতে শীর্ষ আদালতে সওয়াল রাজ্যের। মঙ্গলবার সেই মামলায় আদালতের আশ্বাস আসন্ন মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো ২৮, ২৯ জানুয়ারি এই মামলার সম্পূর্ণ শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court of India)।

কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় রাজ্যের ৭৭ ওবিসি সংরক্ষণ (OBC reservation)। ২০২৪-এর অগাস্টে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) বেঞ্চ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের সংরক্ষণের প্রেক্ষিতগুলি পেশ করার নির্দেশ দেন। সেই সঙ্গে জাতীয় ওবিসি কমিশনের (National Commission for Backward Classes) রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবারের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা  বিচারপতি বি আর গভাই ও বিচারপতি অগাস্টিন মাসি-র বেঞ্চকে জানান, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (NCBC) ইতিমধ্যেই তাদের রিপোর্ট পেশ করেছে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে আবেদন জানান যাতে আসন্ন শিক্ষাবর্ষের (academic year) শুরুর আগে এই মামলার নিষ্পত্তি হয়। বিচারপতি গভাই আশ্বাস দেন সুপ্রিম কোর্টের (Supreme Court) আসন্ন গ্রীষ্মকালীন অবসরের আগে মে মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে। সেই মতো সম্পূর্ণ শুনানি হবে ২৮. ২৯ জানুয়ারি।